আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা মাইজার তেজারী রোডে সাবেক ইবনু কাইয়্যুম লাইব্রেরি বিল্ডিং-এ বাংলাদেশি পণ্য সুলভে বিক্রয় ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান আল মাহরুসা সুপার মার্কেটের ৮ম শাখার যাত্রা শুরু হয় দোয়া মাহফিলের মাধ্যমে।
স্থানীয় কাতারিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী গাজীপুরের কৃতি সন্তান মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. আমিনুল হক ও ঢাকা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন স্থানীয় ইমাম।
বাংলাদেশি পণ্যের আমদানীকারক স্বত্ত্বাধিকারী মুজিবুর রহমান জানান, বাংলাদেশের তৈরি পোশাক, শাক-সবজি ও ফল, শুকনো খাবার, মশলা, মাছসহ মার্কেটের ৮০% পণ্যই বাংলাদেশ থেকে আসা। সুলভমূল্যে প্রবাসীদের কাছে উৎকৃষ্ট মানের পণ্য বিক্রির প্রতিশ্রুতি দেন তিনি। নিজ দেশের এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে তিনি মাইজার এলাকার প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সান নিউজ/আরএ/এস