সান নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংবাদিকদের এমনটিই জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া। এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে।”
উল্লেখ্য, রি-হিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে।
সান নিউজ/এস