প্রবাস ডেস্ক: মালদ্বীপের গুরাইধু আইল্যান্ডে অবৈধভাবে বসবাস ও ব্যবসা করার অভিযোগে ৩৯ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেফতার
শনিবার (২৬ অক্টোবর) অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেন।
মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছে, মালদ্বীপের আইল্যান্ডগুলোতে অবৈধ অভিবাসী বেড়ে যাওয়ায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে ৪২টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশিকে আটক করা হয়। ১১ বিদেশির ভিসা অসম্পূর্ণ ছিল। তাদের ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। গ্রেফতাররা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা।
সান নিউজ/এএন