নিজস্ব প্রতিবেদক : কাতারের রাজধানী দোহায় স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতার আওয়ামী লীগ।
আরও পড়ুন : মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি সরকার জানে না
বুধবার (৩ এপ্রিল) দোহার আল হেলাল এলাকায় মেটাফোর গ্রুপের বাণিজ্যিক ভবনের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক জনাব ইরফান মিয়ার সভাপতিত্বে ও রবিউল ইসলাম জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক ইয়াছিন খান পাশা, কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, বজ্রকণ্ঠের সভাপতি মোখলেসুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ মনির হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন : ট্রেনে কোনো ভোগান্তি হচ্ছে না
আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শাহ আলম, আওয়ামী যুবলীগের সহ সভাপতি আতিকুল মাওলা মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি মীর মোশাররফ হোসেন নয়ন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখ আখতার হুসেন, রাইয়ান শাখা আওয়ামী লীগের সভাপতি মকবুল মিয়া, প্রচার সম্পাদ বরাত হুসেন, অর্থ সম্পাদক দিপক মল্লিক, আইন সম্পাদক বাছির খান,শিল্প ও বাণিজ্য সম্পাদ শাহজালাল টিটু, যুগ্ন-আহবায়ক বাচ্চু মিয়া,ইফতেখার মারুফ, সৈনিক লীগের সদস্য শাহ আব্বাস, আওয়ামী লীগ নেতা কয়েছ মিয়া, সাঈদ প্রধান, আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আলী,সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান,এনামুল,মোজাম্মেল মুরাদ সহ আওয়ামী লীগ,যুবলীগ,বঙ্গবন্ধু পরিষদ,সৈনিকলীগের নেতৃবৃন্দ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী যুবলীগের সহ সভাপতি খায়রুল ইসলাম বাশার।
সান নিউজ/এমআর