প্রবাসী ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শফিউল আলম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আরও পড়ুন: নতুন প্রতারণার নাম ই-ভিসা
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মাস্কাট সিটির কুরুমে এ ঘটনা ঘটে।
নিহত শফিউল আলমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের মানিকপুরে। তার বাবা নাম আবদুর রশিদ।
জানা যায়, মোহাম্মদ শফিউল আলম পেশায় নির্মাণশ্রমিক। দীর্ঘ ৯ বছর ধরে তিনি মাস্কাট সিটির কুরুমে ভিসাহীন অবৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শফিউল ভবন নির্মাণকাজে যান মাস্কাট মদিনা কাবুজ এলাকায়। কাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আমান উল্লাহ নামের অপর এক সহকর্মীসহ ফিরছিলেন বাসায়। তারা বাসার অদূরে গাড়ি থেমে নেমে যান। পরে আমান উল্লাহ সড়ক পার হতে পারলেও শফিউল আলম সড়কের মাঝে যেতেই দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পুলিশ তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কৌলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নতুন প্রতারণার নাম ই-ভিসা
এদিকে শফিউল আলমের মৃত্যুতে পরিবার-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ভিসা জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর ধরে দেশের ফিরতে পারেননি শফিউল আলম। তার পরিবারের চাওয়া, অন্তত তার লাশটি যেন দেশের মাটিতে দাফন করা হয়।
সান নিউজ/এএন