ছবি: সংগৃহীত
রাজনীতি

রংপুরের মানুষের কথা বলতে এমপি হতে চান রুমা

রংপুর ব্যুরো: রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নারী চিকিৎসক শর্মিলা সরকার রুমা বলেছেন, রংপুর অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে বলতে সংরক্ষিত আসনে এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করবো। আশা রাখি, আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে দল।

আরও পড়ুন: ফুলের ঘ্রাণে মাতোয়ারা সাদুল্লাপুর

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।

ডা. শর্মিলা সরকার রুমা বলেন, আমার জন্ম বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি পরিবারে। তাই বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেই বেড়ে উঠেছি। আমি ও আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শ পাওয়ায় নিজেকে ধন্য মনে করি।

তিনি বলেন, আমি যেহেতু রাজনীতির পাশাপাশি একজন নারী চিকিৎসক। তাই প্রান্তিক মানুষের জীবনযাত্রার বিষয়ে আমার ধারণা রয়েছে। আমার এলাকার মানুষের অভাব-অভিযোগ, পাওয়া-না পাওয়া, হাসি-কান্নার সাথে আমি পরিচিত। তাদের অভাব এবং না পাওয়ার যন্ত্রণা-বেদনাগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়।

আরও পড়ুন: পিকুলকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চায় স্থানীয় আ’লীগ

সব ছেড়ে তাদের পাশে দাঁড়াতে আমি সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে আসছি। তাদের না পাওয়ার বেদনা যেন আমাকে ব্যাকুল করে তোলে। কখন তাদের পাশে দাঁড়াবো, এই ভেবেই আমার দিন-রাত কেটে যায়। তাদের সুখী করা ও তাদের মুখে হাসি ফোঁটানোই আমার একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এই স্বপ্ন দেখছি সেই কিশোর বয়স থেকেই। যতই বেড়ে উঠছিলাম, ততই সেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। এখনো দিচ্ছে না। সেই স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।

সে কারণেই আমি এবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই। এলাকার মানুষও সেই দাবি করে আসছে।

আরও পড়ুন: জাবিতে বহিরাগত নিষিদ্ধ

শর্মিলা বলেন, আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকার গরীব অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনের বাংলাদেশ, সেই মেধাবীরা যাতে ভবিষ্যতে মানুষ হয়ে দেশের সেবা করতে পারে সে বিষয়ে কড়া নজর দিচ্ছি।

এমনকি অসহায় মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছি। সেই সাথে দুর্যোগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে গিয়েছি। নিজের সবটুকু নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

আরও পড়ুন: ঘুমধুম সীমান্তে ৫ বিদ্যালয় বন্ধ ঘোষণা

জান গেছে, ডা. শর্মিলা সরকার রুমা রংপুর নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকার ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার সরকারের মেয়ে।

তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ রংপুর জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্বাচিপের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজু...

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি ক...

আ’লীগকে নির্বাচনে আনতে চাই বলিনি

নিজস্ব প্রতিবেদক : আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিন...

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা