নিজস্ব প্রতিবেদক: নতুন করে নির্বাচনের দাবিতে ২ দিনের কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হচ্ছে
রোববার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ‘একদফা’ দাবি আদায়ের লক্ষ্যে ২ দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।
আরও পড়ুন: চ্যালেঞ্জ দিয়ে দাবায় রাখতে পারবে না
এ সময় দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) ও শনিবার (২৭ জানুয়ারি) সারা দেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করার কর্মসূচি ঘোষণা করে।
সান নিউজ/এনজে