পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: নৌকার কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ
সোমবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
তাঁতিবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য বাবু প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন।
বক্তব্যের শুরুতেই সুজানগর ও আমিনপুরের সাধারণ মানুষেরা এমপি পদে আহমেদ ফিরোজ কবিরকে বিপুল ভোটে বিজয় করার জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।
আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম
তিনি সরকারের প্রশংসা করে বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, সাধারণ মানুষের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। সেই সঙ্গে দেশও এগিয়ে যায়।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
শাহিনুজ্জামান শাহীন বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় আমি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ যাবতীয় আশানুরূপ উন্নয়ন করা হয়েছে।
আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বিস্ফোরণ, নিহত ১
আমাকে আবারও উপজেলা পরিষদের নির্বাচনের জন্য নৌকার মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে নৌকাকে বিজয় করা হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি আরও বলেন, সুজানগরের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকাকে বিজয় করতে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবার হাত বাড়িয়ে দেয়ার বিকল্প নাই।
আরও পড়ুন: কুয়াশার কারণে শীত বাড়বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তাঁতিবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল খান, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুনসহ ভবানীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগ কৃষকলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নৌকার মনোনয়ন পেয়ে শাহিনুজ্জামান শাহীন বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১৯ সালের এপ্রিল মাসে শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন: সড়ক দূর্ঘটনায় নিহত ২
এর আগে তার বাবা মো. আবুল কাশেম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আবুল কাশেমের মৃত্যুর পর ছেলে শাহিনুজ্জামান শাহীন বাবার হাল ধরেন। বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ নিরলসভাবে করে যাচ্ছেন তিনি।
গত ৫ বছর তিনি সুনামের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সান নিউজ/এনজে