নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪ দলীয় জোটের সাথে বৈঠকে বসেছেন জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: মনোনয়ন যাচাইয়ের শেষ দিন আজ
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক হয়।
জানা যায়, গত ৩ টি জাতীয় নির্বাচনে জোটগতভাবেই নির্বাচনে অংশ নিয়েছিল ১৪ দলীয় জোট। তবে পরিস্থিতি অনুযায়ী, কখনো জোট ও আসন ভাগাভাগি করেছে জাতীয় পার্টি (জাপা)।
আরও পড়ুন: ফের অবরোধের ডাক, রোববার মানববন্ধন
প্রতি নির্বাচনের আসন ভাগাভাগির কাজ সম্পন্ন হলেও এবারের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন হওয়ার পর জোট সঙ্গীদের মাঝে আসন ভাগাভাগি নিয়ে কোনো বৈঠক হয়নি।
ইতিমধ্যে আওয়ামী লীগসহ অন্যান্য শরিকরা সারাদেশেই তাদের প্রার্থী দিয়েছে। তাদের মাত্র ২ টি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন: মোরেলগঞ্জ পৌর আ’লীগের বর্ধিত সভা
এছাড়া জাতীয় পার্টি (জাপা) ২৮৬ টি, জাসদ ৯১ টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩ টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭ টি, জাতীয় পার্টি (জেপি) ২০ টি, বাংলাদেশ সাম্যবাদী দল ৬ টি, গণতন্ত্রী পার্টি ১২ টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬ টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১ টি মনোনয়নপত্র জমা দিয়েছে।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৭ তারিখের আগেই আসন ভাগাভাগি সম্পন্ন হবে।
সান নিউজ/এনজে