নিজস্ব প্রতিবেদক: ফের ২ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই নিয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার করলো বিএনপি।
আরও পড়ুন : সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী স্বপনের মনোনয়ন জমা
শনিবার (২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া ২ নেতা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক। তাদের দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন : মাদারীপুর-৩ আসনে প্রার্থী ৮ জন
এর আগে শনিবার অন্য এক বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছকেও সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা অমান্য করায় বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।
সান নিউজ/এসকে/এমআর