নোয়াখালী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নোয়াখালী জেলার ৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: রাজাপুরে ছাত্রদলের আহ্বায়কের পদত্যাগ
রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে সারা দেশের ৩০০ আসনের সাথে নোয়াখালীর ৬ টি আসনের মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নোয়াখালীতে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মো. মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) একরামুল করিম চৌধুরী,
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।
আরও পড়ুন: নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি
প্রসঙ্গত, নোয়াখালীর ৬ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫ টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
সান নিউজ/এনজে