নিজস্ব প্রতিবেদক: নড়াইল-২ আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন।
আরও পড়ুন: রাজাপুরে ছাত্রদলের আহ্বায়কের পদত্যাগ
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ২০ নভেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে মাশরাফির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।
এ দিন সকালে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: মনোনয়ন পেলেন না মাহি
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রধান জানিয়েছেন। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলেও নির্দেশনা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩৩৬২ জন। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আগের সংসদের ৫৬ জন এমপি এ বছর দলীয় মনোনয়ন পাননি। এছাড়া ২০১৪ সালের নির্বাচনে আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেয়া হয়নি।
সান নিউজ/এনজে