নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভোটে অংশ নেবে। শুক্রবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলটি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল আ’লীগ
এ প্রসঙ্গে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, আজকে দলের পক্ষ থেকে আমি চিঠি জমা দিয়েছি। অতীতের মতো এবারও আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে আগামীকালের (শনিবার ১৮ নভেম্বর) মধ্যে জানাতে বলেছে ইসি। তার অংশ হিসেবে আমরা আমাদের দলের অবস্থান জানালাম।
আরও পড়ুন: আ’লীগের কো-চেয়ারম্যান জাফরউল্লাহ
এর আগে, গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সান নিউজ/টিও