নিজস্ব প্রতিবেদক: সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে ৪র্থ দফায় বিএনপি-জামায়াতের আরও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ
এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি ঘোষণা দেন, রোববার (১২ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
রিজভী বলেন, রোববার সকাল ৬ টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ
পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স চলাচল, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এ দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।
এর আগে সরকার পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও বেগম খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে গত বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো।
সান নিউজ/এনজে