নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে আগামী ১২ নভেম্বর থেকে ফের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
আরও পড়ুন: শাহজাদপুরে বাসে আগুন
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী রোববার (১২ নভেম্বর) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।
অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ও গণমাধ্যমের গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন: গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩ টি মামলা হয়েছে, যাতে আসামি ১৫৬৩ জন।
এ সময় বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৯৮৩১ জন। এ সময়ের মধ্যে এক সাংবাদিকসহ নিহত হয়েছেন মোট ১২ জন নেতাকর্মী।
আরও পড়ুন: রাজধানীতে যানচলাচল স্বাভাবিক
এছাড়া চলমান আন্দোলনে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন ও শ্রমিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানান তিনি।
সান নিউজ/এনজে