ছবি: সংগৃহীত
রাজনীতি

পুলিশের ধাওয়ায় যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: সিলেটে পুলিশের গাড়ি চাপায় যুবদল নেতা দিলু আহমদ জিলু নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের শাহ সিকন্দর সড়কে এ ঘটনা ঘটে বলে বিএনপি সূত্রে জানা যায়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবরোধ কর্মসূচি পালন করতে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজারে যান গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু।

আরও পড়ুন: হাইকোর্টের সামনে বাসে আগুন

এ সময় পুলিশের একটি গাড়ি তাকে ধাওয়া দিয়ে চাপা দিলে দিলু আহমদ জিলুসহ ২ জন গুরুতর আহত হন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে নেওয়া হয়। দুপুর ২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তার মৃত্যুর খবর আসে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছ‌ড়ি‌তে উত্তাপহীন বিএনপির অব‌রোধ

বিএনপি জানায়, ১০ টি মোটরসাইকেলের বহরের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ে লালাবাজারে অবস্থান করছিলেন জিলু।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে একপর্যায়ে পুলিশের গাড়ি চাপায় মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন জিলু ও দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিলুর মৃত্যু হয়।

আরও পড়ুন: সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি বলছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলুসহ ২ জন হাসপাতালের আইসিইউতে ছিলেন। তাদের মধ্যে জিলু মারা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সকালে পিকেটিং করার সময় পুলিশ তাদের ধাওয়া দিলে একটি মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ দিন দুপুরের দিকে জিলু মারা যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা