নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: ‘দাবি দিবসে’ সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি।
প্রতি বছর ২ সেপ্টেম্বর দাবি দিবস পালন করে থাকে দলটি। বুধবার (২ সেপ্টেম্বর) ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের সমাবেশে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ না করা, বন্যাত্তোর কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, খেতমজুরদের কর্মসৃজন প্রকল্পের সময় ১৫০ দিন করা, সকল সেক্টরের দুর্নীতি বন্ধ করাসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ফাইজুল হক বালি ফারহিন, রতন চক্রবর্তী, মোজাম্মেল হক ফিরোজ, এইচ এম হারুন, শিখা রানী সেন, শামিল শাহরুখ তমাল, মিন্টু দে প্রমুখ।