মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম খান বলেছেন, ২৮ নভেম্বর একটি টার্নিং পয়েন্ট। সেদিন প্রমাণ হবে আওয়ামী লীগ শক্তিশালী নাকি বিএনপি শক্তিশালী, অথবা জামায়াতের অবস্থান কি।
আরও পড়ুন : মোংলায় ভ্যান চালককে হত্যা
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার শেখ রাসেল পৌর শিশু পার্কে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "বিএনপি ২৮ তারিখের সমাবেশে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই আওয়ামী লীগকে সমাবেশ সফল করতে হবে।
আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক
কামরুল ইসলাম বলেন, নির্বাচনে কে আসলো, কে আসলো না এটা বিষয় না, বড় বিষয় জনগণের অংশগ্রহণ। কেউ না আসলে আগামী নির্বাচন বসে থাকবে না। নেতার নির্দেশে নির্বাচন পর্যন্ত মাঠ আমাদের দখলে থাকবে, মাঠ আমরা ছেড়ে দেবো না। বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে যতক্ষণ বিতাড়িত না করবো, বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না।
তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচনকালীন সরকারের অধীনে। দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। এটা সাংবিধানের কথা। শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন। আজকে তারা বিদেশিদের সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার মহা পরিকল্পনা করছে।
আরও পড়ুন : দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রিয় কমিটির সদস্য এড.সানজিদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা, পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া প্রমুখ।
সান নিউজ/এমআর