নিজস্ব প্রতিবেদক:
খুলনা: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘আওয়ামী লীগের গত ১২ বছরের দু:শাসন, গণতন্ত্র হরণ, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস, গুম-খুন, হামলা, ৯৫ হাজার মামলা, ৭০ লাখ আসামির বোঝা মাথায় নিয়ে চলছে বিএনপি।’ জিয়াউর রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ বন্ধ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, স্বাস্থ্য ও শিক্ষাখাতে দুর্নীতির মহোৎসবের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতির বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আগামী দিনের পথচলায় প্রয়োজন শক্তিশালী সংগঠন, সাহসী নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মসূচি। এতে আমরা সফল হবো ইনশাল্লাহ।’
বেলা ১১ টায় বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল ইসলাম মঞ্জু। প্রতিষ্ঠা বার্ষিকীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও মূল সড়কে তোরণ নির্মাণ করা হয়।
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানার পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এ্যাড. মাসুদ হোসেন রনি, রেহানা আক্তার, অ্যাড. তসলিমা খাতুন ছন্দা, মুজিবর রহমান, চৌধুরী নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানে অংশ নেন অ্যাড. এস আর ফারুক, স ম আ. রহমান, ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, মোল্লা খায়রুল ইসলাম, অ্যাড. করিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, অ্যাড. আ. আজিজ, অ্যাড. মনিরুল হক বাবুল, নজরুল ইসলাম বাবু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শাহিনুল ইসলাম পাখি, জালু মিয়া, ইকবাল হোসেন খোকন, মো. শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, নিজাম উর রহমান লালু, অ্যাড. গোলাম মওলা, শেখ সাদী, মুর্শিদুর রহমান লিটন, মোল্লা এনামুল কবির, সুলতান মাহমুদ, আনিসুর রহমান, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজমুস শাকিব পিন্টু, খায়রুল ইসলাম জনি, সরফরাজ হিরো, মুর্শিদ কামাল, একরামুল কবির মিল্টন, অ্যাড. মশিউর রহমান নান্নু, হাসানুর রশিদ মিরাজ, ইমতিয়াজ উদ্দীন লাভলু, মশিউর রহমান যাদু, শামসুজ্জামান চঞ্চল, হাফেজ আবুল বাসার, জাফরী নেওয়াজ চন্দন, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, নাজিউর উদ্দীন নান্নু, আবুল কালাম জিয়া, নিয়ামত আলী, জিএম আসাদ, তরিকুল ইসলাম তরু, আবু সাইদ আব্বাস, মাহবুব হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, জসিম উদ্দীন লাবু, আবু সাইদ শেখ, কাজী মাহমুদ আলী, সামসুল কবির পান্না, সাইমুন ইসলাম রাজ্জাক, মো. আলী, রাহাত আলী লাচ্চু, গাজী সোয়েব উদ্দীন মিন্টু, এমদাদুল ইসলাম, মোজাম্মেল শরীফ, সজীব তালুকদার, এনামুল হক সজল, কাজী ফজলুল কবির টিটু, মোল্লা কবির হোসেন, মাওলানা ফারুক হোসাইন, ইকবাল হোসেন, মো. হেমায়েত শেখ, শাকিল হোসেন, শরিফুর রহমান, নুরুল ইসলাম লিটন, মনিরুজ্জামান লেলিন, ফারুক হোসেন, জাবীর আলী, জুলকার নাইম, অ্যাড. এসকেন্দার প্রমুখ।