কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সহ-সভাপতি ডা. দিলীপ রায়।
আরও পড়ুন: সম্প্রীতিতে অটুট থাকুক আমাদের বন্ধন
শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমীর দিন বিকেল থেকে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে ৩ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন (আখড়া মন্দির), আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রম, সহস্রাইল মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আরও পড়ুন: ভিসির সাথে ‘মুজিব’ দেখলেন ঢাবির ৫০০ শিক্ষক
এ সময় ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসবটা আসলে সার্বজনীন। এটা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের নয়। আমরা শুধু পূজা করি, কিন্তু আনন্দটা-উৎসবটা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সকলের। আজকে আমরা সবাই উৎসবে শামিল হয়েছি।
তিনি আরও বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। যার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। এ অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের
এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যে প্রয়াস নিয়ে নেত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাচ্ছেন, তা বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনজে