ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির রোডমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের ‘একদফা’ দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

আরও পড়ুন : বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

শনিবার (২৩ সেপ্টেম্বর) বরিশালের বেলস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর ৬০ কিলোমিটার দীর্ঘ এ পথে রোডমার্চ কর্মসূচি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর মনিরুজ্জামান ফারুখ। এ সময় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার, হারুনুর রশিদ ও অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

বক্তারা বলেন, জনগণ জেগে উঠেছে। তারা এ অবৈধ ফ্যাসিস্ট সরকারকে আর গদিতে থাকতে দিবে না। দুর্নীতিতে তলিয়ে গেছে দেশ। সরকার চাইছে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে। সেই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। জনগণ পথে নেমেছে। আমরা এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না।

আরও পড়ুন : খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে প্রজ্ঞাপন

তারা বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, এ অবৈধ হাসিনা সরকারের অধিনে আর কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না।

এ কর্মসূচিতে আরও উপস্থিত রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, নাজিমুদ্দিন আলম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ব ঘোষণা অনুসারে, রোডমার্চ কর্মসূচি সফল করতে ভোর থেকেই বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। তারা বিভাগের ৬ জেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বরিশাল এসে পৌঁছান। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে রোডমার্চটি পিরোজপুর অভিমুখে এগিয়ে যেতে শুরু করেছে।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে চাপে বিএনপি

ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে রোডমার্চটি শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ পিরোজপুরের স্থানীয় নেতারা সেখানে বক্তব্য দেবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা