জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় জামায়াতে ইসলামীর পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: উলিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
বুধবার (২৩ আগস্ট) রাতে মৌলভীবাজার শহরের প্রেস ক্লাব মোড়ের জেলা পরিষদ মসজিদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, পুলিশ অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমির তাজুল ইসলামকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ ও সিডিএমএস পর্যালোচনার ভিত্তিতে তার বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে।
ওসি আরও জানান, এর মধ্যে কুলাউড়া থানায় ২ টি, বড়লেখা থানায় ১ টি ও সদর থানায় ২ টি মামলা। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: বোয়ালমারীতে জামাতের বিক্ষোভ মিছিল
সবশেষ, বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা শহরের শমসের নগর রোডের শ্যামলী রাস্তার সামনে সাঈদীর জানাজার নামাজ আদায় করতে না দেওয়া ও হামলা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত।
মিছিলে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সান নিউজ/এএ