রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সংগৃহীত
রাজনীতি প্রকাশিত ১৯ আগস্ট ২০২৩ ০৪:৪৫
সর্বশেষ আপডেট ১৯ আগস্ট ২০২৩ ০৮:৩৩

সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এ অস্ত্র এখন কাজ করবে না। মানুষ আন্দোলন করে তাদের দাবি আদায় করবে। আলোর দেখা পাচ্ছি, সামনে দিন আসছে।

আরও পড়ুন: জনসমর্থন নির্বাচনে এসে প্রমাণ করুন

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক গণমিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা জানান। সরকারের পদত্যাগের দাবিতে এ গণ-মিছিল মহাখালী হয়ে টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

তিনি জানান, দেশবাসী এ সরকারকে আর দেখতে চায় না। গত ১৫ বছর ভয়ংকর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসে আছে। ধাক্কা দিলেও পড়ে না, নাড়া দিলেও সরে না। টেনেহিঁচড়ে তাদের এখান থেকে নামাতে হবে।

আরও পড়ুন: তারেককে দেশে ফেরত পাঠানোর আহ্বান

তিনি আরো জানান, ঠিক কি কারণে আজ এত জনসমাবেশ? কি কারণে এত লোক মিছিল-মিটিংগুলোতে? আমাদের নেতা বা কর্মী সবাই কিন্তু মিছিলে নেই। সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে এ মিছিলে যোগ দিচ্ছে।

সাবেক এ মন্ত্রী আরও জানায়, রাজপথে বিএনপি নেতাকর্মীরা যখন নামে তখন সরকার গুলি করে, টিয়ারশেল মারে, হত্যা করে, গুম করে। গত রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বহু নেতাকর্মীসহ এ এলাকার বহু কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন। সেখানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈণ খান প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা