নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরো আগেই বাতিল করা উচিত ছিল।
আরও পড়ুন : বিএনপির সাথে বিজেপির একাত্মতা প্রকাশ
সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান একথা বলেন।
বিবৃতিতে জিএম কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ আইন প্রনয়ণের ঘোষণা দিয়েছে সরকার। আশা করি, সাইবার নিরাপত্তা আইন যেন নিবর্তনমূলক না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেবো না।
আরও পড়ুন : ভারত সফরে গেলেন আ’লীগের ৫ নেতা
গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রনয়ণের দাবি জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
সান নিউজ/জেএইচ