নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আরও পড়ুন : বিএনপির শোকমিছিল আজ
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হিরো আলম রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শুভ নামের একজন ব্যক্তিগত সহকারী।
হিরো আলম জানান, তার ওপর হামলাকারীদের শনাক্ত করতে তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন। তিনি ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন।
গত সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন : দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি
হিরো আলমের ওপর হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে মামলাটি করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সান নিউজ/জেএইচ