নিজস্ব প্রতিনিধি: চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। রিট শুনানির একদিন আগে শনিবার (১৫ জুলাই) রাতে চিকিৎসার জন্য ভারতে যান তিনি।
আরও পড়ুন: বিএনপি আইনের শাসন পদদলিত করেছিল
রোববার (১৬ জুলাই) হাইকোর্টে রিট শুনানির সময় এ কথা জানান সম্রাটের আইনজীবী মনসুরুল হক।
মনসুরুল হক জানান, বিচারিক আদালতের আদেশ অনুসারে সম্রাট চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। পরে আদালত বিদেশ থেকে ফিরে আসার পর তা জানাতে বলেন। একইসঙ্গে এ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন আদালত।
গত ১৩ জুলাই সম্রাটের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে, গত ১ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন । একই সঙ্গে আদালত সম্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার আদেশ দেন।
আরও পড়ুন: বিদেশিরা বিএনপিকে সমর্থন দেয়নি
প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
সান নিউজ/আর