নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: বরিশাল জেলা শহরের পর এবার উপজেলা পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবতার বাজার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার (২০ আগস্ট) মুলাদী উপজেলার কাজীরচরে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
বাসদ ও মরহুম ফরিদউদ্দিন মৃধা স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী কর্মসূচির উদ্বােধন করেন।
পরে উপজেলার পানিবন্দি দেড় শতাধিক পরিবারের মাঝে মানবতার বাজার থেকে বিনামূল্যে চাল, ডাল, আটা, আলু, চিনি, লবণ, চিড়া, সাবান ও রান্না করা খাবার বিতরণ করা হয়। পানিবন্দি মানুষকে দেওয়া হয় ওষুধ ও চিকিৎসা পরামর্শও।
কার্যক্রমে অংশ নেন বাসদ জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, ফরিদউদ্দিন মৃধার ছেলে শরফুদ্দিন নান্টু, ভ্যানশ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি মো. রফিক, শ্রমিকনেতা রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাইফুল ইসলাম, বিজন শিকদার প্রমুখ।
সান নিউজ/ এআর