নিজস্ব প্রতিনিধি: মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আলোচিত হিরো আলম।
আরও পড়ুন: গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন গুরুত্বপূর্ণ
সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
এসময় হিরো আলম বলেন, ‘এখান থেকে জানাতে বোধয় দুই-একদিন, তারা যদি মনোনয়নপত্র ফিরে না দেয় তাহলে বুধবার বা বৃহস্পতিবার হাইকোর্টে যাবো।’
এর আগে গতকাল রোববার মনোনয়ন বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
আরও পড়ুন: হিরো আলমের মনোনয়নপত্র বাতিল!
প্রসঙ্গত, এ নির্বাচনে প্রার্থী হতে ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়।
সান নিউজ/আর