নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
আরও পড়ুন: জাতিসংঘের এজেন্ডায় একাত্তরের গণহত্যা
বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১৫ জুন, বাছাই ১৮ জুন ও প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে এ উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে এরদোয়ানের ফোন
চলতি বছরের ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সান নিউজ/এইচএন