নিজস্ব প্রতিবেদক:
যশোর: সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার দেড় দশক পূর্তির দিনে যশোরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ পৃথক কর্মসূচি পালন করেছে। উভয় কর্মসূচি থেকে ২০০৫ সালের ১৭ আগস্টের সেই ঘটনায় জড়িত জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জঙ্গিদের দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুুর হেলাল, সাবেক ক্রীড়া সম্পাদক আবু সেলিম রানা, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, সাবেক উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান মিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম মিলন, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, এম এম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
একই দাবিতে যশোর এম এম কলেজের পুরোনো হলের সামনে দুপুরে কালো পতাকা উত্তোলন করেছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা। এই কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহ সভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, জসীম উদ্দীন, শরীফ হিমেল, সাবেক সহ সম্পাদক আহসান হাবিব বাবু, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ সজিবুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম প্রমুখ।
সান নিউজ/ এআর