নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের মতো বিএনপির আন্দোলনের জোট জগাখিচুড়িতে রূপ নেবে। এরই মধ্যে উইকেট পতন শুরু হয়েছে। তাদের দল ও জোটে ঐক্য নেই।
আরও পড়ুন : মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন
রোববার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ঘরে ও জোটে ঐক্য নেই। এরই মধ্যে তাদের উইকেট পতন শুরু হয়েছে। ৫৪ দলের জোট এখন ১৪/১৫ দলে রূপ নিয়েছে। গত বছর কামাল হোসেনের নেতৃত্বে যেভাবে আন্দোলনের জোট জগাখিচুড়িতে রূপ নিয়েছিলো, এবারও তাই হবে। মানুষ এমনটাই মনে করছে।
আরও পড়ুন : জামাল উদ্দিন ভালুকা আ. লীগের অন্যতম নেতা
বিএনপির নির্বাচন ঠেকানোর হুমকিতে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শান্তি প্রিয় নির্বাচন চাই। কিন্তু তারা নির্বাচনে আসবে না। তারা নির্বাচন রুখতে চায়। আমরাও দেখাবো কে কাকে রুখে। জনগণকে সাথে নিয়ে নির্বাচন ঠেকানোর সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’
সান নিউজ/এনজে