নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন : যথাসময় নির্বাচন হবে
রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ টা ৫০মিনিটের দিকে রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলমের অন্যান্য তথ্য সঠিক রয়েছে জানিয়ে রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, তবে তার ব্যাংকের একটি স্টেটমেন্ট সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে যেহেতু সময় আছে। তার আপিল করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন : আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না
জাহাঙ্গীর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের কাছে এর আগে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন। তবে দল তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম।
সান নিউজ/এইচএন