বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

আর সহ্য করা হবে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদল এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, কিছু হলেই বলে দেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরাও তাই বলেছেন। এ অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে। অথচ বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: সোনাহাট স্থলবন্দর ৯ দিন বন্ধ

বিএনপি মহাসচিব বলেন, এখনো সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে। শুধু আইএমএফের শর্তপূরণে এটা করা হয়েছে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের এমন মূল্যবৃদ্ধি।

সরকার কৃষকের কথা চিন্তা না করে নিজেদের লোকের স্বার্থ দেখছে সরকার উল্লেখ করে ফখরুল বলেন, উন্নয়ন কোথায়? সাধারণ মানুষ খেতে পারছে না। সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ সরকার গণবিরোধী। আর সহ্য করা হবে না, সরকারকে সরাতে হবে। সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের ক্ষতি হবে।

আরও পড়ুন: ২০ এপ্রিল অধস্তন আদালতও ছুটি

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এ আন্দোলন করছে। কোনো গ্রেফতার, মামলা দিয়ে এবার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে।

কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, কৃষকদল নেতা এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা