নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও নির্বাচন করার করার আগ্রহ প্রকাশ করেছেন সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। জনগণ চাইলে নির্বাচন করতেও পারেন বলে জানান তিনি।
আরও পড়ুন: পাঁচ সিটিতে আ’লীগের প্রার্থী ঘোষণা
শনিবার (১৫ এপ্রিল)দলীয় মনোনয়ন ঘোষণার পর গাজীপুরের ছয়দানা এলাকায় জাহাঙ্গীর আলমের নিজ বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের সামনে এ প্রতিক্রিয়া জানান।
দলীয় মনোনয়নের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, আমি যেহেতু রাজনীতি করি, তাই জনগণ যা চায়, তাই করব। এলাকার নাগরিক ও ভোটার যদি চায়, তবে আমি তাদের নিরাশ করব না। তারা চাইলে আমি নির্বাচন করব।
আরও পড়ুন: আগামীতে সাহায্য নেওয়ার মানুষ পাওয়া যাবে না
প্রসঙ্গত, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। এখানে মেয়র পদে আজমত উল্লা, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আগামী ২৫ মে এ সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সান নিউজ/আর