মাদারীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী দেশের মানুষের পাশে সবসময় থাকেন। মেলা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তায়ও ভূমিকা রেখে আসছেন। এখন সাহায্যের নেওয়ার জন্য মানুষ আসছে। কিন্তু দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শিবচরে আগামীতে সাহায্য নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না।
আরও পড়ুন : ৪২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা
শনিবার (১৫ এপ্রিল) সকালে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মারুফুর রশীদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমূখ।
আরও পড়ুন : আগুনের ঘটনা সরকার খতিয়ে দেখবে
এসময় হৃতদরিদ্রদের মধ্যে শিবচর পৌরসভার উদ্যোগে ৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
সান নিউজ/এইচএন