জামালপুর প্রতিনিধি : জামালপুরে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসুচী পালিত
শনিবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী (৫৮), সাবেক জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান (৫৫), সদর উপজেলা বিএনপি নেতা মোকছেদুর রহমান হারুন, শহর বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাক লিটন (৬০) নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সুফিয়ান কবির শিপন (৪৫),বিএনপি কর্মী মো. উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), (৪৫), রাকিবুল হাসান বিপুল (৩৬), কামরুল হাসান কাবুল (৩৮), ১০। আবুল মুনসুর(৫০), শাকিব হোসেন (২২), শফিকুল ইসলাম(৩৫), মোঃ লাল মিয়া (৩৬), আল আমিন (২৯), আলা উদ্দিন (৩৬), আতাউর রহমান(৬০), আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া(৪০), মোঃ সাজু মিয়া (৩৬), মোঃ সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।
আরও পড়ুন : আবেদন করেও মাথা গোঁজার ঠাঁই জোটেনি
জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, জামালপুর শহরসহ সদর উপজেলার বিভিন্নস্থান থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। বিনা ওয়ারেন্টে হয়রানি করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয় বলে দাবি করেন এই বিএনপি নেতা। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।
পুলিশের দাবি, নাশকতা করার জন্য শহরের কাচারীপাড়ায় যুবদল নেতা মিজানুর রহমানের অফিসে সংগঠিত হয়ে পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।
উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সাহা বাদি হয়ে জামালপুর সদর থানায় নাশকতার অভিযোগে ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন : দিনাজপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরে শনিবার (১ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে সকলকে জেল হাজতে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতা পরিকল্পনা করার সময় শহরের কাচারীপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/এইচএন