নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার ছয় মাসের স্থগিতাদেশের সময়সীমা আর দেড় মাসের মতো বাকি আছে। এই সময়সীমার মধ্যেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির জন্য সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন জানানোর প্রস্তুতি চলছে।
তবে এ ব্যপারে দল ও পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না।
পরিবার ও দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। করোনা পরিস্থিতির কারণে তার উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। তবে সরকার তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় আছে।
এ ব্যপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের সময় বাড়ানোর আবেদনের বিষয়ে দলে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবার আবেদন করলেও করতে পারে।
নতুন করে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন এবং দেশের বাইরে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার কোনো মন্তব্য করতে চাননি।
সান নিউজ/ আরএইচ