নিজস্ব প্রতিবেদক : আবেদন পাওয়ার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আরও পড়ুন : সংবিধান মেনেই আগামী নির্বাচন
রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে ৫ বছরের কারাদণ্ড দেন।
আরও পড়ুন : সভাপতিকে পেটালেন সাধারণ সম্পাদক
মামলার রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ৩০ অক্টোবর এই মামলায় আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এই আদালত। রায়ে তাকে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আরও পড়ুন : পরমাণু স্থাপনায় হামলা সম্পূর্ণ বেআইনি
২০২০ সালে করোনা মহামারি শুরু হলে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দি খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয় । এরপর দফয়া দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
প্রসঙ্গত, আগমাী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।
সান নিউজ/এনজে/এইচএন