নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
বুধবার (২৯ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মানববন্ধন করতে গেলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছে। তারা ঘটনার সঠিক তদন্তের দাবিও জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলার সরাইল থানা পুলিশ ছয় বোতল ফেনসিডিলসহ এবং পুলিশকে মারধরের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহকে আটক করে। এই ঘটনায় মানববন্ধন করতে চাইলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
তবে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে রেলগেট, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরা ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সহিলপুর ও ঘাটুরা, পীরবাড়ি, মেড্ডা ও আখাউড়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগ কর্মীরা ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে খাটিখাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে সাজানো একটি ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মাসুম বিল্লাহকে জড়িয়ে দিয়েছে। অবিলম্বে তার মুক্তি ও নিরপক্ষ তদন্ত করে মূল ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিও জানান শোভন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ জানান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহকে ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
সান নিউজ/ এআর