নিজস্ব প্রতিবেদক:
যশোর: করোনাকালে কর্মহীনদের রেশনিং ও কৃষিখাতকে বাঁচাতে বিনামূল্যে কৃষককে সার-বীজ-কীটনাশক ও সেচে ব্যবহৃত বিদ্যুৎ-ডিজেল দেওয়ার দাবি জানিয়েছে কৃষক সংগ্রাম সমিতি।
বুধবার (২২ জুলাই) ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুরের নারায়ণপুরে কৃষক সংগ্রাম সমিতির সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। আলোচনা সভার আগে শ্রদ্ধাঞ্জলি অর্পন, নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়।
সভায় বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার সহ সভাপতি আশুতোষ বিশ্বাস ও কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলার সহ সভাপতি আবু বক্কার সরদার। সভাটি পরিচালনা ও শপথ পাঠ করান সাংগঠনিক সম্পাদক কামরুল হক।
সান নিউজ/ এআর