নিজস্ব প্রতিবেদক:
যশোর: যশোরের চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক শামীম রেজার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তার পরিবার। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়রানি করতে এই মিথ্যা মামলা দিয়েছে বলে দাবি তাদের।
আজ শনিবার (১৮ জুলাই) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম রেজার বাবা চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি সদস্য আওরঙ্গজেব চুন্নু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১০ জুলাই উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের ওপর হামলা করে তার রাজনৈতিক প্রতিপক্ষ। ঘটনার দিন শামীম রেজার বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। রাতে বাসর ঘরে বসে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কারণ, ওই দিন তার বিয়ে ছিল। মূলত রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়রানি করতে এই মামলা দিয়েছে।’
আওরঙ্গজেব চুন্নু বলেন, ‘প্রতিপক্ষ গত বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে শামীম রেজার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন নানা তথ্য সরবরাহ করেছে। আমরা তাদের এই অপতৎপরতার নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
সান নিউজ/ এআর