ইচ্ছে করলেই সরকার ফালাইয়া দেয়া যাবে
রাজনীতি

ইচ্ছে করলে সরকার ফেলানো যাবে

সান নিউজ ডেস্ক : ‘আওয়ামী লীগ এখন বড় বিপদে আছে। ইচ্ছে করলেই এই সরকারকে ফালাইয়া দেয়া যাবে। এমন অবস্থায় আছে, এক মুহূর্তেই ফালাইয়া দেয়া যাবে।’বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আরও পড়ুন : টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

শনিবার (১৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের জয়কা ইউনিয়নের সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে বারুক বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাপা মহাসচিব।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগ এখন ভয়ে আছে, এই কারণে ভয়ে আছে, আগামীতে যদি বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে আওয়ামী লীগের খবর আছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবকিছুর দাম বাড়ায়া দিছে। বিদ্যুৎ নাই, ২৪ ঘণ্টার মধ্যে ৮ ঘণ্টা, ১২ ঘণ্টাও থাকে না। মানুষ কষ্টে আছে।

আরও পড়ুন : পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

এ পরিস্থিতিতে তারা হাতে-পায়ে ধরে বলছে, তাদের ছেড়ে চলে না যেতে। এতদিন তাদের সাথে ছিলাম, তাদের ছেড়ে যেন চলে না যাই।’

জাপা মহাসচিব এ সময় বলেন, ‘বিএনপিও চাইছে আমরা তাদের সাথে যোগ দেই। তারা বলছে, আমরা কি চাই, আমরা তাদের কাছে চাইতে পারি বিরাট কিছু। তবে তারাও ভালো না, বিদ্যুতের দাবিতে আন্দোলন করায় ২১ জনকে মেরেছিল তারা।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী এক বছর সংগঠন ঠিক করব, দলটাকে একটু গুছাবো, জোরদার করব, এক বছর পরে সিদ্ধান্ত নেব কার পক্ষে যাব।’

আরও পড়ুন : টের পাবেন কত ধানে কত চাল

এ সময় চুন্নু বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এ সময় তারা চার খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল। অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। বিএনপির ১৩ বছর ধরে ক্ষমতায় নাই, উপবাস। আওয়ামী লীগ চাইছে বিএনপিকে মুসলিম লীগের অবস্থা করে দিতে।

জাতীয় পার্টি ৯০ থেকে ২০২২, এই ৩২ বছর ক্ষমতায় নাই। এই সময়ের মধ্যে এদেশের রাজনৈতিক যে খেলা, এই খেলায়, এ দেশের ক্ষমতায় যাওয়ার খেলায় জাতীয় পার্টি শুধু রেফারির ভূমিকা পালন করে গেছে। আগামীতে রেফারি না ম্যারাডোনার খেলা খেলবে জাতীয় পার্টি।’

তিনি আরও বলেন, ‘একটু দোয়া কইরেন, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চেঞ্জ হবে।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের চেয়ারম্যান গুণী মানুষ। দেশের জনগণ অসহায় অবস্থা থেকে মুক্তি চাইছে, তার মতামত অনুযায়ী সামনে আমাদের সিদ্ধান্ত জনগণের পক্ষেই যাবে।’

এই জাপা নেতা আওয়ামী লীগের কর্মীদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আওয়ামী লীগের কর্মী বাবারা, প্রশাসন দিয়ে তোমরা বেডাগিরি দেখাও, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে তোমাদের বাড়িঘরে হামলা হবে। উপায় নাই। কুইট্টালবো পিটায়া।’

আরও পড়ুন : যারা ভ্যাকসিন নেয়নি, তারা ঝুঁকিতে

এ সময় জয়কা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: আবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ এমদাদুল হকের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য দেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান দিদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নাজমুল সাকির নূরু সিকদার, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন, দেহুন্দা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা