নিজস্ব প্রতিবেদক:
যশোর: রাষ্ট্রীয় সব পাটকল বন্ধের প্রতিবাদে আগামী ২০ জুলাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।
বুধবার (১৫ জুলাই) পার্টির সম্পাদকমণ্ডলীর ভার্চুয়াল বৈঠক থেকে এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সভাপতি নূরুল হাসানের সভাপতিত্বে সভায় অংশ নেন পার্টির উপদেষ্টা বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ সাহা, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস।
সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, ‘আজকের সভা থেকে বিজিএমসি ও সরকারের ব্যর্থতা এবং দুর্নীতির দায়ভার শ্রমিকদের ওপর চাপিয়ে লোকসান দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকল বন্ধের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আগামী ২০ জুলাই দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।’
সান নিউজ/ এআর