সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে ইব্রাহিম রাজু (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হতাকাণ্ডে জড়িত সন্দেহে নুরনবী ও সোহেল নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল
শনিবার (৯ জুলাই) রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।
জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় দরবার টিলা এলাকার ইউপি সদস্য আশরাফ বলেন, জোরারগঞ্জ থানার দরবার টিলা এলাকায় রাস্তার পাশে বসে ছিলেন রাজু। এ সময় কিছু বুঝে ওঠার আগেই রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে কয়েকজন মিলে রাজুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: পাঁচ রাষ্ট্রদূত বরখাস্ত
পুলিশ জানিয়েছে, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজুকে হত্যা করা হয়েছে। তার লাশ এখনো চমেকে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন মামুন বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সান নিউজ/কেএমএল