নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গণমাধ্যমকে এই তথ্য জানান।
২২ জুন খালেদ আখতারের অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কয়েকবার প্লাজমা দেওয়া হয়েছিল।
খালেদ আখতার এরশাদের ব্যক্তিগত সহকারী ছিলেন। এরশাদের মৃত্যুর পরে দলের সর্বশেষ কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেওয়া হয়। যদি সেই সময় জাপার চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তাকে প্রেসিডিয়াম সদস্য করেন। কিন্তু দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদ কাউকে পদ দিতে পারেন না।