ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, এখনও অনেক দেশ আমাদেরকে গ্রহন করতে পারেনি। পারলেও আমাদের উন্নয়নে ঈর্শান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা
তিনি বলেন, তাদের প্রচেষ্টা থাকবে আমাদের উন্নয়ন ব্যহত করা। যে পাকিস্তান আমাদেরকে এত ঠকালো আজকে উন্নয়নের ধারায় আমরা তাদের থেকে এগিয়ে। আমাদের এক টাকা পাকিস্তানের দুই টাকা ১০ পয়সা সমান।
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নয় ও অগ্রযাত্রা সহ্য না করতে পেরে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
শুক্রবার ( ২০ মে ) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আরও পড়ুন : ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল
ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।
আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
অনুষ্ঠানে সদর উপজেলার আওতাধীন ১০ ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচএন