সান নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ
বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোঃ আসিফুজ্জামান এদিন ধার্য করেন।
এদিন মামলার অভিযোগ গঠন ও সম্রাটের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়নি।
সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী এ সময় জামিন ও অভিযোগ গঠন শুনানির চেষ্টা করলেও বিচারক সম্রাটের উপস্থিতিতে আগামি ১৩ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন।
আরও পড়ুন : রোজায় আদালতের সময়সূচি নির্ধারণ
গত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।
একই সঙ্গে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করে বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন। এ ছাড়া সম্রাটের জামিন শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আরও পড়ুন : রমজানেও চলবে টিকাদান
মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
বাসসের এক প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সান নিউজ/এইচএন