বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: নিত্য প্রয়োজনীয় পণ্যসমাগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করা হয়েছে।
আরও পড়ুন: আসাদের ‘জয় বাংলা’ স্লোগানে মুগ্ধ প্রধানমন্ত্রী
বুধবার (২৩ মার্চ) বিকেলে জেলা জাপার কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে শহরের বঙ্গবন্ধু সড়কের চৌধুরী মার্কেটের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জেলা জাতীয় পার্টির আয়োজনে প্রতিবাদ সমাবেশে ঠাকুরগাঁও জেলা জাপার সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা জাপার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক মমতাজুল হক মন্তা, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাশেম আলী, সদস্য আল মামুন, তমিজ উদ্দিন আহমেদ, হাসিবুল ইসলাম, আব্দুল কাদের, মোজাম্মেল হক, যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ছাত সমাজের সদস্য সচিব আলমগীর হক, যুগ্ম আহবায়ক সমুন রানা, ছাত্র নেতা মিলন আক্তার প্রমুখ।
আরও পড়ুন: কাউকে চিনতে পারছেন না আনোয়ারা
বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামাগ্রীর দাম যেভাবে বাড়ছে তা অস্বাভাবিক উল্লেখ করে দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরোনে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।
সান নিউজ/এমকেএইচ