নিজস্ব প্রতিবেদক: ভারতের দিল্লি যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সেতুমন্ত্রী।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসের টিপু।
তিনি বলেন, মন্ত্রী রুটিন চেকআপের জন্য আজ দুপুর ১২টায় ভারতের দিল্লি যাবেন। দিল্লি মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করার কথা রয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন, সেটি নির্ধারিত নয়।
আরও পড়ুন: শোক ও গৌরবের দিন আজ
প্রসঙ্গত, শ্বাসকষ্ট নিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে ভর্তি করে নেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের।
৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়।
সান নিউজ/এনকে