নিজস্ব প্রতিবেদক:
সদ্যপ্রয়াত ধর্ম বিষয়কপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (১৪ জুন) সকালে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এসব তথ্য জানিয়েছেন।
এর মধ্য দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে তালিকাভুক্ত হলেন যিনি প্রথম ভাইরাসে সংক্রমণে মৃত্যুবরণ করলেন।
এর আগে গতকাল শনিবার (১৩ জুন) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ আসে।
গতকাল শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রী ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে ভোগছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন না। উল্লিখিত রোগগুলোতে ভুগলেও ধর্ম প্রতিমন্ত্রী হাসাপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ ছিলেন না। গতরাতে হঠাৎ করে জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সান নিউজ/ আরএইচ